নেত্রকোণা সদর উপজেলার কৃষক জনাব হুমায়ুন আহাম্মেদ এর সাকসেস স্টোরি
ফসলের নাম জমির পরিমাণ(একর) হেক্টর প্রতি উৎপাদন উৎপাদন ব্যয় মোট বিক্রয় নিট লাভ
আফ্রিকান বারমাসি আম ১.০০একর ১০টন ১০০০০০/- ৪০০০০০/- ৩০০০০০/-
পাকিস্তানি ট্রাই লেবু ১.৫০ একর ১০টন ৬০০০০/- ১৯২০০০/- ১৩২০০০/-
চায়না ৩ লিচু ০.৫০একর ৫ টন ১৫০০০/- ৬০০০০/- ৪৫০০০/-
জনাব হুমায়ুন আহাম্মেদ, পিতা-মৃত মিজবাহ উদ্দিন আহমেদ,কয়রাটি, মেদনী ইউনিয়ন, সদর নেত্রকোণার একজন আর্দশ মিশ্র ফল বাগান চাষী। তিনি ২০১০ সালে নেত্রকোণা সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল কয়রাটি গ্রামে বারমাসি আফ্রিকান আম, কমলা, মান্টা, লিচু ও লেবু সহ বিভিন্ন ফলের সমন্বিত বাণিজ্যিক ফল বাগান স্থাপন করেছেন।২০১৫ সাল থেকে তার বাগানে বারমাসি আম, লেবু ও লিচু গাছে ফল দিতে শুরু করেছে।২০১৮ সালে তিনি প্রায় তিন লক্ষ টাকার বারমাসি আম, এক লক্ষ বত্রিশ হাজার টাকার বারমাসি লেবু এবং পঁয়তাল্লিশ হাজার টাকার লিচু বিক্রি করেন। আগামীতে তার বাগানের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।তার বাগানে উৎপাদিত বারমাসি আম আকারে বেশ বড়, যথেষ্ট মিষ্টি ও পুষ্টি সমৃদ্ধ। তিনি ফল চাষের পাশাপাশি তা সম্প্রসারণ করার জন্য চারা কলম উৎপাদন করে বিক্রির পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি তার বাগানে পরিবেশ সম্মত জৈবিক উৎপাদন প্রযুক্তি ব্যবহার করেছেন। যার ফলে তার বাগানে উৎপাদিত আম, লেবু ও লিচুর গুনগত মান বিদেশথেকে আমদানিকৃত ফলেরচেয়ে অনেক গুণ ভাল এবং শতভাগ ফরমালিন মুক্ত। তাই তার উৎপাদিত বারমাসি আম,লেবু এবং লিচুদেশের অর্থনীতিতে অবদান রাখবে এবং পুষ্টির অভাব পূরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বাজারে ফরমালিন মুক্ত ফল সহজলভ্য করারক্ষেত্রে বিশেষ অবদানরেখে চলেছে। তাছাড়া এলাকার অন্যান্য কৃষকগণও তার বারমাসি আম ওলেবু চাষে উদ্বুদ্ধ হচ্ছে।তার এই সৃজনশীল ও সাহসী উদ্যোগ নি:সন্দেহে প্রশংসনীয়। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর নেত্রকোণা এর পক্ষথেকে তাকে ধন্যবাদ জানানো হলো। তার ফল বাগানের উত্তরোত্তর সফলতার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রয়োজনীয় সহযোগীতা অব্যাহত থাকবে। আমি তার প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS