Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

@  ৪,২২,০৮৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরন সহায়তা কার্ড বিতরন।
@  মাত্র ১০/- টাকায় ২,৯১,০৩৩ টি কৃষক ব্যাংক একাউন্ট  খোলা।
@  কৃষি পূর্নবাসন/ প্রনোদনা কর্মসুচীর অধীন বিনা মূল্যে বীজ ও সার বাবদ ১৩৬০২৩ জন কৃষককে ২০৮৪৮৪০০০/- টাকার সহায়তা  প্রদান।
@  সেচ কাজে ব্যবহৃত ডিজেলে ২,৮৯,৮৪৪ জন কৃষককে ২৪,০১,৭৮,০০০/- টাকা নগদ প্রদান।
@  খামার যান্ত্রিকীকরণে ৩০% , ৫০% ও ৭০% উন্নয়ন সহায়তা মূল্যে ট্রাক্টর, পাওয়ার টিলার, হ্যান্ড স্প্রেয়ার, রিপারসহ প্রায় মোট ৩৭৭০টি কৃষি যন্ত্রপাতি বিতরণ।
@  হাওরভুক্ত উপজেলাসমূহে দ্রুত শস্য রোপন, কর্তন ও আহরন করে সর্বোচ্চ ফসল উৎপাদন নিশ্চিত করার নিমিত্তে ০৭ টি রাইস ট্রান্সপ্লান্টার ও ২২টি রিপার (প্রনোদনা যন্ত্র) বিনামূল্যে কৃষকগ্রুপের মাঝে বিতরন।
@  হাওর এলাকায় গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টি।
@  বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) স্থাপন (৫একর জমির উপর)।
@  ৩৮ টি ইউনিয়ন কমপ্লেক্সে কৃষি পরামর্শ কেন্দ্র স্থাপন।
@  ১১৭৮ টি (আইপিএম/আইসিএম/আইএফ এমসি/আইএএনএফপি) ক্লাব স্থাপন।
@  ১০ টি ক্লাবে কৃষি তথ্য সেবা কেন্দ্র স্থাপন।
@  মান সম্মত ফসলের বীজ ব্যবহার বৃদ্ধি ৯৪৮৬ মে.টন (৮০%বেশী)।
@  বিভিন্ন প্রযুক্তির ওপর ১০৪০২০ জন কৃষক/কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান।
@  বিনামূল্যে ৫২২০০ টি ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ।
@  রাজস্ব খাতের আওতায় বিভিন্ন ফসলের উপর ৩২৫৪ টি প্রদর্শনীর বিপরীতে ৭৭,৬৩,৪০২/- টাকার সহায়তা প্রদান।