হাওড়ে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪০৯৬০ হেক্টর (হাইব্রীড ১০৩৩০ হে. + উফশী ৩০৪৯০ হে.+ স্থানীয় ১৪০ হে.) । উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৭৩৩৭৪ মে. টন চাল। বোরো আবাদ অর্জিত হয়েছে ৪০৯৭০ হেক্টর (হাইব্রীড ১৩৬৩৫ হে. + উফশী ২৭২০৫ হে.+ স্থানীয় ১৩০ হে.)। আশা করা যাচ্ছে লক্ষ্যমাত্রার চেয়ে ফলন বেশি হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস