সার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। জেলায় সারের মজুদ পর্যাপ্ত রয়েছে এবং কোথাও কোনো সংকট সৃষ্টি হওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে জেলায় নির্ধারিত মূল্যের চাইতে অধিক মূল্যে বিক্রির দায়ে একাধিক বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অধিক মূল্যে সার বিক্রির কোন তথ্য বা সংবাদ পাওয়া গেলে সাথে সাথেই সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোথাও যাতে সারের কৃত্রিম সংকট তৈরি হতে না পারে ও দাম বেশি নিতে না পারে সে বিষয়ে তদারকি এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। কৃষকপর্যায়ে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে রাসায়নিক সারের সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে নেত্রকোণা জেলার সকল বিসিআইসি সার ডিলারগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস