কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তা ও এসএমই কৃষক/কৃষাণীদের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কৃষিবিদ মোঃ আবু হানিফ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ মহোদয়, কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিন, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ মহোদয়, কৃষিবিদ এফ এম মোবারক আলী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোণা, ড. সালমা লাইজু, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, নেত্রকোণা, কৃষিবিদ শাহজাহান সিরাজ, জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, নেত্রকোণা, কৃষিবিদ মোঃ আব্দুল মালেক, অতিরিক্ত উপপরিচালক (শস্য), এবং কৃষিবিদ এ, এম শহিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (পিপি),ডিএই, নেত্রকোণা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস