Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কৃষক জনাব মোঃ আব্দুল গফুর-এর সাকসেস ষ্টোরী
ডাউনলোড

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা নেত্রকোণা এর বৃহত্তম উপজেলা কলমাকান্দা। গারো পাহাড়ের  পাদদেশে উপস্থিত এই উপজেলা পাহাড়, হাওড় আর নদ-নদী বেষ্ঠিত। পাহাড়ী ঢলে বয়ে আসা পলি-মাটি এই উপজেলার কৃষির জন্য অত্যন্ত উপযোগী।
    কৃষি কাজের উপযোগী এই এলাকায় ব্যতিক্রমী এক কৃষি সা¤্রাজ্য গড়ে তুলেছেন কৃষক আঃ গফুর। গ্রামীন কৃষি আবাদী এলাকাগুলোতে এক জায়গায় একক মালিকানায় এত জমি আজকাল খুঁজে পাওয়া যায় না। তবে এ-জমি ‘আব্দুল গফুরের’ একার নয়। তিনি অন্য কৃষকের জমি লিজ নিয়ে পরম  ভালবাসায় গড়ে তুলেছেন তার কৃষি সা¤্রাজ্য।
    কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম ফুলবাড়ী। গ্রামটির অবস্থান কলমাকান্দা  উপজেলার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সাত শহীদের মাজারের পাশেই। এই গ্রামের কৃষক আব্দুল গফুর মাত্র তিন বছর আগে অন্য একজন কৃষকের সাথে যৌথ মালিকানায় সবজি চাষ শুরু করেন।
    তিনি নিজের ২ একর জমিতে করল্লা এবং অন্যের ৫ একর জমি লিজ নিয়ে চালকুমড়া চাষ শুরু করেন। মৌসুম শেষে তিনি প্রায় ৮ লক্ষ টাকা লাভ করেন।
    এই সফলতা তাকে আরো আগ্রহী করে। এবার তিনি একাই প্রায় ১০ একর জমিতে চালকুমড়া চাষ করেন এবং প্রায় ১৬,০০,০০০/- ্টাকা লাভ করেন। ৩য় বছর তিনি আরও জমি লিজ নিয়ে প্রায় ১৩ একর জমিতে চালকুমড়া চাষ করেন। তার উৎপাদিত ফসল সরাসরি ঢাকায় পাঠনো হয়। এ বছরে তিনি প্রায় ২২,০০,০০০/- টাকা লাভ করেন। তার এই উদ্যোগে তার গ্রামের প্রায় ১০-১২ জন লোকের কর্মসংস্থান হয়েছে। তিনি সবজি উৎপাদনে স্থানীয় কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় ফেরোমন ফাঁদ ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদন করেছেন যা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনে তাৎপর্যপূর্ন অগ্রগতি । তার এই সফলতা এলাকার অন্যান্য কৃষকদের মধ্যে  সাড়া ফেলেছে। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে আব্দুুল গফুর হতে পারেন দেশসেরা একজন কৃষি উদ্যোক্তা।